ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে ৩৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৭ জুলাই ২০১৬

নেপালে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে সৃষ্ট ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। বুধবার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের অভ্যন্তরীন নদীগুলোর পানি বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভারি বৃষ্টিপাত ও বন্যায় বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগে বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে এ পর্যন্ত ভারি বৃষ্টিপাত ও বন্যায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে প্রায় ২৩ জন।

উদ্ধারকর্মীরা হেলিকপ্টার এবং নৌকা দিয়ে বন্যায় প্লাবিত গ্রামগুলো থেকে লোকজনকে উদ্ধার করছেন। উদ্ধারকর্মীরা বলছেন, ‘আমরা এখন উচ্চমাত্রার সতর্কতায় রয়েছি। আমাদের উদ্ধারকারী দল সারারাত অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।     

নেপাল এবং প্রতিবেশী ভারতে প্রতিবছর মৌসুমি বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনায় বহু মানুষের মৃত্যু হচ্ছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন