ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে গোমাংস সঙ্গে রাখায় ২ নারীকে মারধর

প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২৭ জুলাই ২০১৬

ভারতে মধ্যপ্রদেশে গোমাংস রাখায় দুই মুসলিম নারীকে ব্যাপক মারধর এবং নির্যাতন করা হয়েছে। প্রদেশের একটি রেলওয়ে স্টেশনে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

যারা ওই দুই নারীকে মারধর করেছে তাদের মধ্যে একজন ওই পুরো ঘটনাটি ভিডিও করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, রাজধানী ভুপাল থেকে ৩৫০ কিলোমিটার দূরবর্তী মান্দসাউর স্টেশনে গোমাংস সঙ্গে রাখার অভিযোগে দুই মুসলিম নারীকে অনেক মানুষ মিলে মারধর করছে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। পুলিশের সামনেই লোকজন ওই নারীকে মারধর করতে থাকেন।

পুলিশ জানিয়েছে, ওই নারীদের কাছ থেকে ৩০ কেজি গোমাংস পাওয়া গেছে। নারীদের ওপর আক্রমণ করা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

ওই ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিং বলেছেন, আইন কেউ নিজের হাতে নিতে পারবে না। যা কিছু ঘটেছে তা তদন্ত করা হবে।

টিটিএন/এমএস

আরও পড়ুন