ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আবদুল কালামের ভাস্কর্য উদ্বোধন

প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৭ জুলাই ২০১৬

সাবেক প্রেসিডেন্ট ড. এপিজে আবদুল কালাম আজাদের একটি বিশাল স্ট্যাচু রামেশ্বরামের পেইকারুমবুতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার ওই ভাস্কর্যটি জনগণের উদ্দেশ্যে উন্মুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী এম ভেনকাইয়াহ নাইদু ব্রোঞ্জের তৈরি ওই ভাস্কর্যটির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ড. কালাম আমাদের মন এবং হৃদয়ে আজীবন থাকবেন। তার চিন্তাধারা সব সময় আমাদের সঙ্গে আছে।

ড. কালামের মৃত্যু আমাদের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। কেন্দ্রীয় মন্ত্রী এম ভেনকাইয়াহ নাইদু এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর এই মিশাইল ম্যানের নামে একটি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

গত বছরের ২৭ জুলাই ইন্তেকাল করেন ড. এপিজে আবদুল কালাম আজাদ। তিনি শুধু ভারতেই নন বরং বিশ্বের সব দেশের সব মানুষের হৃদয়ে ভালোবাসা এবং শ্রদ্ধায় জায়গা করে নিয়েছেন।

টিটিএন/এমএস

আরও পড়ুন