ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে দুই সাংবাদিকের কারাদণ্ড

প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৭ জুলাই ২০১৬

হংকংয়ে রাজনীতি বিষয়ক ম্যাগাজিনে কাজ করা দুই সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। অবৈধ ব্যবসায় জড়িত থাকার দায়ে ওই সাংবাদিকদের কারাদণ্ড দেয়া হয়েছে। খবর বিবিসির।

দুই সাংবাদিকের মধ্যে একজন হলেন ওয়াং জিয়ানমিন। তিনি নিউওয়ে নামের একটি ম্যাগাজিনের প্রকাশক। কারাদণ্ড পাওয়া অপর সাংবাদিক হলেন জিও জোঞ্জজিও। তিনি ওই ম্যাগাজিনের সম্পাদক।

ওয়াংকে ৫ বছর ৩ মাস এবং জিওকে ২ বছর ৩ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।

চীনের রাজনৈতিক নেতাদের নিয়ে সংবাদ প্রকাশের পর ২০১৪ সালে তাদের আটক করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করেন।

টিটিএন/পিআর

আরও পড়ুন