ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হিলারির চেয়ে এগিয়ে ট্রাম্প

প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৬ জুলাই ২০১৬

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থনের ক্ষেত্রে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে এগিয়ে আছেন। সিএনএন এবং ওআরসি আয়োজিত এক যৌথ জরিপে জানানো হয়েছে, ভোটারদের মতামতের ভিত্তিতে ৫ পয়েন্ট বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। সোমবার জরিপের ফলাফল প্রকাশিত হলে ট্রাম্পের এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

টেলিফোনের মাধ্যমে ওই জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপে প্রায় ১০০১ জন ভোটার তাদের মতামত জানিয়েছেন। তাদের মতামতের ওপর ভিত্তি করেই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

ট্রাম্প, হিলারি ছাড়াও আরো বেশ কয়েকজন প্রার্থীর ওপর সমর্থনের বিষয়ে ওই জরিপ চালানো হয়। জরিপে ট্রাম্প ৪৪ ভাগ এবং হিলারি ৩৯ ভাগ সমর্থন পেয়েছেন। অর্থাৎ সমর্থনের ক্ষেত্রে ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে আছেন ট্রাম্প।

টিটিএন/পিআর

আরও পড়ুন