ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আনবার প্রদেশের ২০ ভাগ এলাকা এখনো আইএসের দখলে

প্রকাশিত: ০৬:৩১ এএম, ২৬ জুলাই ২০১৬

ইরাকের রাজধানী বাগদাদ থেকে দূরবর্তী আনবার প্রদেশের ২০ ভাগ এলাকা এখনো আইএসের দখলে রয়েছে। তবে খুব শিগগিরই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে ওই এলাকা মুক্ত হতে যাচ্ছে। প্রদেশের মাত্র তিনটি জেলা এখন আইএসের দখলে রয়েছে।

আনবার প্রদেশের গভর্নর সুহাইব রায়ি জানিয়েছেন, আগে ওই প্রদেশের পুরোটাই আইএসের দখলে ছিল। কিন্তু এখন আইএসের দখল থেকে প্রায় ৮০ ভাগ এলাকা মুক্ত করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই পুরো প্রদেশই আইএসের দখল থেকে মুক্ত করা যাবে।

সংবাদ সম্মেলনে দেয়া এক বিবৃতিতে রায়ি বলেছেন, কতটুকু জায়গা আইএস দখল করেছে সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরাকি বাহিনী এবং নিরাপত্তাবাহিনীর সদস্যরা আল আনবার প্রদেশ থেকে আইএস জঙ্গিদের চিরতরে হটিয়ে দেবে।

টিটিএন/এমএস

আরও পড়ুন