ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সাংবাদিক ফেরত পাঠানোয় ভারতকে চীনের হুমকি

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৫ জুলাই ২০১৬

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া নিউজ অ্যাজেন্সির তিন সাংবাদিককে ভারত থেকে ফেরত পাঠানোর ফল মারাত্মক হতে পারে বলে হুমকি দিয়েছে চীন। সোমবার চীন সরকার নিয়ন্ত্রিত অপর সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস’র এক সম্পাদকীয়তে ওই হুমকি দেয়া হয়েছে।

সাংবাদিক ফেরত পাঠানোর বিষয়টিকে অপমানজনক উল্লেখ করে সম্পাদকীয়তে লেখা হয়েছে, চীন রাজি না হওয়ায় পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সদস্যপদ পায়নি ভারত। এ ঘটনার প্রতিশোধ নিতেই চীনের তিন সাংবাদিকের ভিসার মেয়াদ না বাড়িয়ে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।

সম্পাদকীয়তে আরো বলা হয়েছে, ভারত যদি সে ঘটনার প্রতিশোধ এভাবে নেবে বলে ঠিক করে থাকে তাহলে এর ফল মারাত্মক হবে।

এর আগে গত শনিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ৩১ জুলাইর মধ্যে সিনহুয়ার তিন সাংবাদিক উ কিয়াং, নয়াদিল্লির সিনহুয়া ব্যুরো লু ট্যাং এবং মুম্বাই প্রতিনিধি সে ইয়ংগেংকে ভারত ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।  

এসআইএস/এবিএস

আরও পড়ুন