ফ্রান্সে ৩৭ লাখ মানুষের সংহতি মিছিল
ফ্রান্সের রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে অনুষ্ঠিত হলো মিলিয়ন ম্যান মার্চ। রাজধানীর শার্লি এবদো ম্যাগাজিন অফিসে হামলার প্রতিবাদ ও ধর্মীয় সম্প্রীত রক্ষায় এ সংহতি মিছিল হয়। ৩৭ লাখ মানুষের এ মিছিলে বিশ্বের কয়েক ডজন রাষ্ট্র ও সরকার প্রধান এবং ধর্মীয় নেতা অংশ নেন। বিশ্ব নেতাদের মধ্যে ছিলেন জার্মানি, ব্রিটেন, তুরস্ক, ইতালি, ফিলিস্তিন এবং ইহুদিবাদী ইসরাইলের নেতারা। এছাড়া, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ নিজেও সংহতি মিছিলে অংশ নিয়েছেন। শুধু রাজধানী প্যারিসের মিছিলেই অংশ নেয় ১৫ লাখ মানুষ।
সংহতি মিছিল উপলক্ষে ফ্রান্সজুড়ে নেয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। মিছিলে অংশ নেয়া লোকজন সবাই শার্লি এবদো ম্যাগাজিন অফিস ও পণবন্দীর ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। প্যারিসের রাস্তায় ছিল অন্তত ২,২০০ পুলিশের সতর্ক প্রহরা। এছাড়া, বিভিন্ন বাড়ি ও ভবনের ছাদে ছিল স্নাইপার পুলিশ ও জনতার মিছিলের মাঝে ছিল সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের তৎপরতা।
বিশ্ব নেতাদের অংশগ্রহণে কৃতজ্ঞতা জানিয়ে প্রেসিডেন্ট ওলাঁদ বলেছেন, আমাদের দেশ আজ বিশ্বের রাজধানীতে পরিণত হয়েছে। একইসঙ্গে পুরো দেশ আজ জেগে উঠেছে এবং নিহতদের পাশে রয়েছে।