ইরাকে আইএসের আত্মঘাতী হামলায় নিহত ২০
ইরাকের রাজধানী বাগাদাদের কাছে একটি নিরাপত্তা তল্লাশি চৌকির কাছে আত্মঘাতী হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলা চালিয়েছে বলে দায় স্বীকার করেছে। খবর বিবিসির।
দেশটির শিয়া অধ্যুষিত বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের কাধিমিয়াহর প্রবেশপথে ওই হামলা হয়েছে। ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত সংবাদসংস্থা আমাক নিউজ অ্যাজেন্সি বলছে, ওই এলাকায় সেনাবাহিনীর সদস্যদের লক্ষ করে হামলা চালিয়েছে আইএস।
গত ৩ জুলাই বাগদাদের কাররাদাতা জেলায় আইএসের বোমা হামলায় অন্তত ২৮১ জনের প্রাণহানি ঘটে। রোববারের আত্মঘাতী বোমা হামলা আইএস সদস্যরা পায়ে হেঁটে এসে চালিয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তাবাহিনীর সদস্য রয়েছে।
এ ঘটনার পর রাজধানী বাগদাদের অন্যান্য নিরাপত্তা চৌকিতে তল্লাশি বাড়িয়েছে। কাররাদাতা ও কাধিমিয়াহ জেলা মূলত শিয়া অধ্যুষিত।
এসআইএস/এবিএস