আফগানিস্তানে আত্মঘাতী হামলার ভিডিও
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের বিক্ষোভে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত দুই শতাধিক। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, শনিবার হাজারা সম্প্রদায়ের বিক্ষোভে হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর আরটি।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। কাবুলে শান্তিপূর্ণ বিক্ষোভে ভয়াবহ বিস্ফোরণের চিত্র ধরা পড়েছে ভিডিওতে। দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল পেমগামের ফেসবুক পেইজে এ ভিডিও প্রকাশ করা হয়েছে।
তিন মিনিটের ওই ভিডিওতে ব্যানার ও পতাকা হাতে বিক্ষোভকারীদের একটি শিবির দেখা যাচ্ছে। এক মিনিট পরে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়; যা বিক্ষোভকারীদের মাঝে চরম আতঙ্ক তৈরি করে।
ঘটনাস্থলে আহতদের ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণের পর বিক্ষোভকারীরা আবারো বিক্ষোভ করে। এতে ঘটনাস্থলে উদ্ধারকাজ ব্যাহত হয়। বিদ্যুৎ বঞ্চিত হাজারাদের এলাকায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল তারা।
এসআইএস/আরআইপি