ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রাজিলে হামলার পরিকল্পনায় আটক ১০

প্রকাশিত: ১০:৪৪ এএম, ২২ জুলাই ২০১৬

ব্রাজিলে অলিম্পিক শুরুর মাত্র দুই সপ্তাহ আগে সন্ত্রাসী হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগে সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে আটক হওয়া ওই ব্যক্তিরা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য না হলেও তারা আইএসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। খবর সিএনএন।

দেশের বিচারমন্ত্রী আলেকজান্ডার মোরায়েস জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তিরা দেশে অলিম্পিক শুরু হওয়ার আগেই হামলা চালানোর পরিকল্পনা করছিল। কিন্তু পুলিশ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

ওই গোষ্ঠীটিকে অপেশাদার এবং দুর্বল বলে উল্লেখ করেছেন মোরায়েস। আটক ওই দলের সবাই ব্রাজিলিয়ান। তাদের ওই সংগঠনে আরো কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া আরো দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

অলিম্পিক শুরুর আগে রিও দে জেনেইরোতে ৮০ হাজার পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অতিরিক্ত ২ কোটি ৪০ লাখ ডলার অর্থ ছাড় দেওয়া হয়েছে বলে খবরে জানানো হয়েছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন