ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে উত্তর কোরিয়ার বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত: ০৯:০৪ এএম, ২২ জুলাই ২০১৬

উত্তর কোরিয়ার একটি বিমানে আগুন লাগায় বিমানটির জরুরি অবতরণ করানো হয়েছে। শুক্রবার বিমানটিতে আগুন লেগে যাওয়ায় চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বিমানটি জরুরি অবতরণ করে। বিমানবন্দরের পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, এয়ার কোরীয়র ওই বিমানটি রাজধানী পিয়ংইয়ং থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু বিমানে আগুন ধরে যাওয়ায় এটি চীনের শেনইয়াং শহরে জরুরি অবতরণ করে।

বিমানটি পিয়ং ইয়ং থেকে যাত্রা করার দেড় ঘণ্টা পরে হঠাৎ করেই এর কেবিন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। সেসময়ই পাইলট বিমানের আরোহীদের জানান যে, বিমানটি শেনইয়াং শহরে জরুরি অবতরণ করানো হবে। তার ঠিক ১০ মিনিট পরেই বিমানটি শেনইয়াংয়ে অবতরণ করে।

বিমানটিতে আগুন ধরার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ওই দুর্ঘটনার পর বিমানের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানানো হয়নি।

টিটিএন/এমএস

আরও পড়ুন