ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শিকারি যখন শিকার (ভিডিও)

প্রকাশিত: ১২:০০ পিএম, ২১ জুলাই ২০১৬

ব্রাজিলের একটি নদীতে পানির পিপাসা মেটাতে যায় একটি চিতাবাঘ। পিপাসা মেটাতে যে নদীতে যায় চিতা সেখানেই শিকারের সন্ধানে উঁকি মারে একটি কুমির। মধ্য দুপুরে উভয়েরই প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। উভয়ই শিকারির চোখে হন্যে হয়ে খুঁজছে খাবার।

বিশাল দেহের কুমির খেতে পারলে ক্ষুধার জ্বালা মিটবে চিতার। ভাবামাত্রই লাফিয়ে পড়ে কুমিরের ওপর। ২২০ পাউন্ডের বিশাল আকারের চিতার সঙ্গে লড়াই চলে কুমিরের। এ ঘটনার দৃশ্য ধরা পড়ে স্থানীয় এক পথচারীর ক্যামেরায়।

crocodile

স্থানীয় বাসিন্দা লুইজ ক্লডিও দেখতে পান, কুমিরের ওপর লাফিয়ে পড়ার আগে পানি পান করে বাঘটি। এরপরই ছোট্ট কুমিরের গলার নিচে কামড়ে ধরে উপরে টেনে তোলার চেষ্টা করে। তার আগে পানিতে চলে দুজনের লড়াই। শেষ পর্যন্ত কুমিরটি হার মানতে বাধ্য হয় চিতার কাছে। কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে গেলে কুমিরটি টেনে জঙ্গলে নিয়ে যায় চিতা।

সূত্র : ডেইলি মেইল।



এসআইএস/পিআর

আরও পড়ুন