ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বোমা আতঙ্কে ব্রাসেলসে এক ব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশিত: ০৩:০১ পিএম, ২০ জুলাই ২০১৬

সন্দেহজনক আচরণ ও শরীরে পরা কোর্টের নিচ থেকে তার বেরিয়ে আসায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক ব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ। ব্রাসেলসে কেন্দ্রে সন্দেহজনক ওই ব্যক্তিকে আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে । এ ছাড়া বোমা সতর্কতাও জারি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুলিশ বলছে, ওই ব্যক্তি সন্দেহজনক আচরণ করেছে এবং তাকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনো আটক করা যায়নি ওই ব্যক্তিকে। রাজধানী ব্রাসেলসের কাছে প্যালেস দে লা মোনাইয়ে ওই ব্যক্তিকে আটক করতে ব্যাপক অভিযান চলছে।

ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছেন। আশপাশের বেশ কিছু দোকান খালি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে রাস্তাঘাটও।

ঘটনাস্থলের ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাঁটু মাটিতে ঠেকিয়ে আত্মসমপর্ণের ভঙ্গিতে দুই হাত উপরে তুলে আছেন। পুলিশ ওই ব্যক্তির দিকে বন্দুক তাক করে রয়েছে।

চলতি বছরের মার্চে ব্রাসেলসে ভয়াবহ বোমা হামলায় ৩২ জনের প্রাণহানির পর জারিকৃত সর্বোচ্চ সতর্কতার মাঝেই এ ঘটনা ঘটলো। আগামীকাল দেশটিতে জাতীয় দিবস পালন করা হবে।

সূত্র : বিবিসি, দ্য ইন্ডিপেনডেন্ট।

এসআইএস/এবিএস

আরও পড়ুন