ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দুবাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড (ভিডিও)

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২০ জুলাই ২০১৬

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের ৭৫ তলাবিশিষ্ট সুলাফা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুবাইর ম্যারিনায় অবস্থিত ওই টাওয়ারের ৩৫ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সুলাফা টাওয়ারে আগুন ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে ভবনটির বিভিন্ন তলা পুড়ে গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুলাফা টাওয়ারের আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছেন।

dubai

ভবনটির পাশে বসবাসকারী ব্রিটিশ নাগরিক জ্যাক মেউডম্যান্ট এক্সপ্রেসকে বলেন, আমি মাত্র বাসায় এসে শব্দ শুনতে পাই এবং ফায়ার ইঞ্জিন দেখেছি। ব্যালকোনির বাইরে এসে ওই ভবনের উপরের দিকে ধোঁয়া দেখতে পাই।

তবে তাৎক্ষণিকভাবে দুবাই বেসামরিক প্রতিরক্ষা দফতরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্কাইস্ক্র্যাপার পেজের তথ্য অনুযায়ী, ২০১০ সালে দুবাইয়ের ৭৫ তলাবিশিষ্ট (২৮৫ মিটার) ভবনের নির্মাণ কাজ শেষ হয়। দুবাইয়ের ২৫টি সুউচ্চ ভবনের একটি এই সুলাফা টাওয়ার।



এসআইএস/এমএস

আরও পড়ুন