ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মালির সেনা ঘাঁটিতে হামলায় নিহত ১৭

প্রকাশিত: ০৪:৪৪ এএম, ২০ জুলাই ২০১৬

মালিতে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনায় ১৭ সেনাসদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ সেনা। দুটি ভিন্ন সংগঠন ইতোমধ্যেই ওই হামলার দায় স্বীকার করেছে। খবর বিবিসির।

নামপালা শহরের কেন্দ্রে বন্দুকধারীরা সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে অতর্কিত হামলায় চালায়। তারা হামলার পর সেখানে আগুন ধরিয়ে দেয়।

প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইটা ওই হামলার পর পরই প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাবাহিনীর কমান্ডারদের নিয়ে জরুরি বৈঠক করেছেন।  

মালিতে জাতিগত এবং জিহাদি সংগঠন ছাড়াও বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন রয়েছে।

সম্প্রতি সেনাঘাঁটিতে ওই হামলার দায় স্বীকার করেছে স্থানীয় ফুলানি সংগঠন। কিন্তু ইসলামি সংগঠন আনসার দ্বীনি সংগঠনও ওই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে গত বছর রাজধানী বামাকোর একটি হোটেলে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছিল তিনটি জিহাদি সংগঠন।

টিটিএন/পিআর

আরও পড়ুন