ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে আটক কর্মকর্তার স্ত্রী ও মেয়ের আত্মহত্যা

প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৯ জুলাই ২০১৬

দুর্নীতির অভিযোগে ভারতের সরকারি এক কর্মকর্তাকে আটক করায় তার স্ত্রী ও এক মেয়ে আত্মহত্যা করেছেন।গত সপ্তাহে ওই কর্মকর্তাকে গ্রেফতার করে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দাসংস্থা সিবিঅাই। মঙ্গলবার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি বলছে, বিকে বানশাল নামের ওই কর্মকর্তা কর্পোরেট কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি করতেন। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দাসংস্থা সিবিআই দাবি করেছে, একটি ওষুধ কোম্পানির কাছ থেকে নগদ ৯ লাখ রুপি ঘুষ নেয়ার অভিযোগে বানশালকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জনেরও তথ্য পাওয়া গেছে।

সিবিআই এক বিবৃতিতে ওই কর্মকর্তার পরিবারের সদস্যদের আত্মহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলছে, এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং দুঃখ ভারাক্রান্ত। এখানে উল্লেখ করা যেতে পারে যে, চলমান তদন্তে নিহত দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, জিজ্ঞাসাবাদ কিংবা অভিযুক্ত করা হয়নি। স্থানীয় পুলিশ এ ঘটনার তদন্ত করছে।   

এসআইএস/এবিএস

আরও পড়ুন