ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাপানে ৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০৭:১১ এএম, ১৭ জুলাই ২০১৬

জাপানের রাজধানী টোকিও এবং পূর্বাঞ্চলীয় কিছু এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার আঘাত হানা ওই ভূমিকম্পে বাড়ি-ঘর কেঁপে উঠেছিল। তবে প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্তিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র টোকিও থেকে ৪৪ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪৪ কিলোমিটার। সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, ২০১১ সাল থেকে বন্ধ থাকা টোকাই-২ পাওয়ার স্টেশনে ভূমিকম্পের পর ক্ষয়-ক্ষতি পর্যবেক্ষণ করা হয়েছে।

এর আগে ২০১১ সালের ১১ মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। সেসময় ৯মাত্রার ভূমিকম্পের আঘাতে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়।

টিটিএন/এমএস

আরও পড়ুন