ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

উত্তরখণ্ডে ভারি বৃষ্টিপাতে ৯ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১৭ জুলাই ২০১৬

ভারতের উত্তরখণ্ড প্রদেশে ভারি বৃষ্টিপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গঙ্গার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া গাড়ি খাদে পড়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে।   

সারদা, টাউনস, রামগঙ্গা, নানধাউর, গাওলা, কোসি, সারিউ নদীর পানি বিপদসীমীর কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। আরো দু’দিন ভারি বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তরের খবরে বলা হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকা পিথোরাগর, উত্তরকাশি, চামোলি এবং রুদ্রপ্রায়াগ জেলায় আরো বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন