ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অভ্যুত্থানের সময় নিউজরুমে সেনাবাহিনীর গোলাগুলি

প্রকাশিত: ০৮:১৮ এএম, ১৬ জুলাই ২০১৬

তুরস্কে সেনাবাহিনীর ক্ষমতা দখলের চেষ্টায় রাজধানী আঙ্কারায় সিএনএন তুর্ক ব্রডকাস্টারের নিয়ন্ত্রণ নিয়েছিল সেনাবাহিনী এবং তাদের সরাসরি সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছিল।

অভ্যুত্থানের পক্ষে থাকা সেনা সদস্যরা নিউজরুমে ঢুকে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল। হেলিকপ্টারে করে সিএনএন এর ভবনে ঢুকে পড়েছিল সেনাবাহিনীর সদস্যরা।

তবে অভ্যুত্থানকারীরা ভবনের ভেতরে ঢুকে পড়লেও সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়নি। বরং সে সময়ও সাংবাদিকরা সংবাদ প্রচার করে গেছেন। সে সময় এক নারী সাংবাদিক তার পেছনে গোলাগুলির শব্দ এবং সেনাবাহিনীর কর্মকাণ্ডের খবর প্রচার করে গেছেন। এক মুহূর্তের জন্যও সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়নি।

টিটিএন/এমএস

আরও পড়ুন