ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ক্যামেরনের পদত্যাগ : নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে

প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৩ জুলাই ২০১৬

ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টেরেসা মে। ইউরো থেকে দেশটির বেরিয়ে যাওয়া নিয়ে গণভোটে পরাজয়ের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার পদত্যাগের ঘোষণা দেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

বিবিসির খবরে বলা হয়, বুধবার সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ করে বিকেলে ব্রিটেনের রানির কাছে পদত্যাগপত্র জমা দেন ক্যামেরন। এর পরপরই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন টেরেসা।

এখন নতুন মন্ত্রিসভা গঠন করবেন প্রধানমন্ত্রী টেরেসা মে। সোমবার দেশটির জ্বালানিমন্ত্রী আন্ড্রেয়া লিডসম প্রধানমন্ত্রী পদের দৌঁড় থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর কনজারভেটিভ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

১৯৫৬ সালে সাসেক্সে জন্মগ্রহণ করেন টেরেসা মে। ১৯৯৭ সালে বার্কশায়ারের মেইডেনহেড থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১০ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে অবস্থান নিয়েছিলেন ডেভিড ক্যামেরন। কিন্তু ব্রিটিশ ভোটাররা ইউনিয়ন ছাড়ার পক্ষে মত দিলে তিনি গতমাসে পদত্যাগের ঘোষণা দেন।

এক বিবৃতিতে ক্যামেরন বলেছেন, আমি আজকে দায়িত্ব ছেড়ে দিচ্ছি। আমি আশা করছি, দেশের জনগণ একটি শক্তিশালী দেশ দেখতে পাবে। যে দেশকে আমি ভালোবাসি, তার সেবা করা আমার জন্য এক বিশাল প্রাপ্তি।

বিএ

আরও পড়ুন