এবার উঠুন হেলিকপ্টার অটোতে!
রাস্তায় বাস, ট্রাম, অটোরিকশার ভিড়ে মানুষের চলাফেরা পিঁপড়ার মত। কিন্তু সেই রাস্তা দিয়েই যদি চলে হেলিকপ্টার! কেমন হবে? তবে এটি কল্পনা ছাড়া বাস্তবে হওয়া প্রায় অসম্ভব। হেলিকপ্টার এমনই এক যান, যার চলাফেরার জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার। বললেই তো আর রাস্তায় হেলিকপ্টার চালানো যায় না; তাই নয় কি?
বিমান অবতরণের জন্য হেলিপ্যাড, আকাশপথে সিগনাল ব্যবস্থা, প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট এসব তো আছেই। এর বাইরেও প্রয়োজন রক্ষণাবেক্ষণ। বাড়ির ছাদে হঠাৎ হেলিকপ্টার অবতরণ কেবল কল্পনাতেই সম্ভব এবং যদি কোনো অঘটন ঘটে, তবেই এটি সম্ভব।
এছাড়া রাস্তায় ছুটে বেড়াচ্ছে হেলিকপ্টার; এও সম্ভব নয়! তবে যেটা সম্ভব, অটোকেই হেলিকপ্টারের মত করে তৈরি করুন। আর এই অটোকেই হেলিকপ্টার হিসেবে অনুভব করা যেতে পারে।
এমনই এক অটো, যা আদতে অটো কিন্তু দেখতে হেলিকপ্টারের মত। আছে পাখা ও লেজ। জিনিউজ।
এসআইএস/এমএস