যুক্তরাষ্ট্রে আদালতের সামনে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি আদালত প্রাঙ্গণে এক বন্দির গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। পরে আইন-শৃঙ্খলবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। শিকাগোর অবকাশযাপন শহর সেন্ট জোসেফে সোমবার এ গোলাগুলির ঘটনা ঘটেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে নেওয়ার পর নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু করেন নিহত ওই বন্দি। পরে এক কর্মকর্তার পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি ছুঁড়েন তিনি।
বেরিয়েন কাউন্টি শেরিফ পল বেইলি জানান, ওই বন্দি গুলি ছুঁড়তে শুরু করলে আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন নিরাপদ আশ্রয় নেন। এ সময় অন্যান্য কর্মকর্তারা গুলি করে ওই বন্দুকধারীকে হত্যা করে।
আদালত প্রাঙ্গনের এ গোলাগুলির ঘটনায় এক ডেপুটি শেরিফ ও অপর ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার