ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সীমান্ত দিয়ে জঙ্গিদের প্রবেশের চেষ্টা : দিল্লিকে ঢাকার সতর্কতা

প্রকাশিত: ০৯:৪২ এএম, ১০ জুলাই ২০১৬

সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে ১০ জঙ্গি। নয়াদিল্লিকে এ বিষয়ে সতর্ক করেছে ঢাকা। বাংলাদেশ সরকার জঙ্গিদের তালিকা এবং ছবিও ভারত সরকারের হাতে তুলে দিয়েছে। ভারতের স্থানীয় একটি গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।  

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক খবরে বলা হয়েছে, ঢাকা থেকে সতর্কবার্তা আসার পরপরই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সতর্ক করা হয়েছে। পশ্চিমবঙ্গ, অাসাম, মেঘালয় এবং ত্রিপুরা সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে। সন্দেহভাজন জঙ্গিদের যে ছবি বাংলাদেশ সরকার ভারতকে পাঠিয়েছে, ইতোমধ্যে সেসব ছবি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার সঙ্গেও এই ১০ জঙ্গির যোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের গোয়েন্দারা মনে করেন, ভারতে বড় ধরনের নাশকতা চালানোর লক্ষ্যেই এই ১০ জঙ্গি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু তারা যেন সফল হতে না পারে সেজন্য দিল্লিকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করতে বলা হয়েছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন