ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে ২ রুশ কূটনীতিক বহিষ্কার

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৯ জুলাই ২০১৬

মস্কোতে মার্কিন কূটনীতিকের ওপর পুলিশের হামলার ঘটনায় দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেছেন, গত মাসের ১৭ তারিখ যুক্তরাষ্ট্র থেকে ওই দুই রুশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কৃত ওই দুজনের পরিচয় জানানো হয়নি।

এক বিবৃতিতে কিবরি বলেন, গত ১৭ জুন যুক্তরাষ্ট্র থেকে দুই রুশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। কোন প্রকার উস্কানি ছাড়াই রুশ পুলিশ মার্কিন কূটনীতিকের ওপর হামলা করায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে তার ওই অভিযোগ অস্বীকার করে মস্কো বলছে, হামলার শিকার ওই কূটনীতিক সিআইএর হয়ে কাজ করতেন। তিনি পুলিশকে তার পরিচয় দেখাতে পারেননি বলেই পুলিশ তার ওপর চড়াও হয়েছিল।

টিটিএন/পিআর

আরও পড়ুন