তাইওয়ানে নেপারতাকের আঘাতে ২ জনের মৃত্যু
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানা সুপার টাইফুন নেপারতাকের আঘাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৬৬ জন। ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা করতে ১৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসির।
ঘূর্ণিঝড়ের কারণে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ঘূর্ণিঝড়ের সময় ১৯৮ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি শনিবার চীনের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে বলে আবহাওয়া দপ্তর আভাস দিয়েছে।
দেশটিতে শুক্রবার ভোরে আঘাত হানা ওই ঘূর্ণিঝড়ের কারণে বেশ কিছু এলাকার প্রায় ১ লাখ ৮৭ হাজার ৮৩০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এর আগে ৫ নম্বর ক্যাটাগরির ওই ঘূর্ণিঝড় আঘাত হানার আগে উপকূল থেকে হাজার হাজার পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
টিটিএন/এমএস