ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

১২ পাকিস্তানিসহ ১৯ জনকে আটক করেছে সৌদি

প্রকাশিত: ০৭:২৬ এএম, ০৮ জুলাই ২০১৬

সৌদি আরবের মসজিদে নববীতে হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১২ পাকিস্তানিসহ ১৯ জনকে আটক করেছে সৌদি আরব। সোমবার মসজিদে নববীসহ আরো দুটি স্থানে হামলা চালানো হয়। খবর বিবিসির।

দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, পবিত্র মদীনার একটি মসজিদের কাছে আত্মঘাতী হামলা চালিয়ে চার নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়। নায়ের মুসলিম হামাদ (২৬) নামের এক সৌদি নাগরিক ওই আত্মঘাতী হামলা চালিয়েছে। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে।

সোমবার কাতিফের একটি শিয়া মসজিদেও আত্মঘাতী হামলা চালানো হয়। ওই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই জেদ্দা শহরে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরণে এক আত্মঘাতী নিহত এবং দুজন আহত হন।

কর্তৃপক্ষ বলছে, এসব হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ১৯ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১২ জনই পাকিস্তানের নাগরিক।

এখনো পর্যন্ত কোনো সংগঠন ওই হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) ওই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টিটিএন/পিআর

আরও পড়ুন