ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জঙ্গি হামলা তদন্তে ঢাকায় আসছে ভারতীয় দল

প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৭ জুলাই ২০১৬

গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে বাংলাদেশে আসছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সন্ত্রাসবিরোধী ফোর্স এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড)।

টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়। হামলার প্রাথমিক তদন্ত করতেই বাংলাদেশে আসছে দলটি। এর আগেও প্রতিবেশী দেশগুলোতে তদন্ত কাজে অংশ নিয়েছে এই এনএসজি সদস্যরা।

একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের কেন্দ্রীয় সরকার গুলশান ও শোলাকিয়ার হামলা তদন্তে এনএসজির একটি দলকে বাংলাদেশে পাঠাতে রাজি হয়েছে। তদন্তে বাংলাদেশ সাহায্যের যে অনুরোধ  করেছিল সেটা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয় ভারত।

উল্লেখ্য, গত ১ জুলাই শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। অবশেষে কমান্ডো অভিযান করে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানে ২ পুলিশ ও ৬ হামলাকারী নিহত হয়। এদিকে ৭ জুলাই বৃহস্পতিবার ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে বোমা হামলা হয়। এতে দুই পুলিশসহ ৪ জন নিহত হন।

জেএইচ