ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোদির মন্ত্রিসভায় নতুন মুখ

প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৫ জুলাই ২০১৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় নতুন মুখের আগমন ঘটতে যাচ্ছে। অনেক দিন ধরেই বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ ও অন্যপদে চলে যাওয়ায় মন্ত্রিসভার বেশ কিছু পদ খালি রয়েছে। ওই শূন্যপদগুলোতে নতুন মন্ত্রী নিয়োগ দেবেন মোদি।

আজ মন্ত্রিসভার এই রদবদলে ঘোষণা দেয়া হবে। তবে মন্ত্রিসভায় বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। উত্তর প্রদেশ থেকে মোদি তার মন্ত্রিসভায় কয়েকজনকে অন্তর্ভুক্ত করবেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছে। আগামী বছরের শুরুতে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই বিষয়টিকে সামনে রেখেই নতুন মন্ত্রীদের নেবেন মোদি।

ভারতের কেন্দ্রীয় সরকারে প্রধানমন্ত্রী মোদিসহ মন্ত্রী রয়েছেন মোট ৬৪ জন। পাঁচদিনের সফরে আফ্রিকা যাওয়ার কথা প্রধানমন্ত্রী মোদির। তার আগেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন তিনি।

টিটিএন/পিআর

আরও পড়ুন