ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাগদাদে পৃথক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২

প্রকাশিত: ১১:০৭ এএম, ০৩ জুলাই ২০১৬

ইরাকের রাজধানী বাগদাদে ইসলামি স্টেটের (আইএস) হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। শনিবার মধ্যরাতে দু`টি ভয়াবহ হামলা চালানো হয়। হামলায় আরো ২শ জন আহত হয়েছে। খবর বিবিসির।

পবিত্র রমজান মাসে একটি ব্যস্ত বাজারে এ ধরনের ভয়াবহ হামলা চালালো জঙ্গিরা। রোববার ওই হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে পুলিশ ও হাসপাতাল সূত্র।  

শনিবার কেন্দ্রিয় কাররাদা জেলার একটি রেস্টুরেন্টের কাছে প্রথম আত্মঘাতী গাড়িবোমা হামলাটি চালানো হয়। রমজান মাসে ঈদের আগে কেনাকাটায় ব্যস্ত ছিল মানুষ। জনসমাগমের মাঝেই ওই হামলা চালানো হয়।

ওই হামলার কিছুক্ষণ পরই রাজধানী থেকে উত্তরের একটি শিয়া এলাকায় দ্বিতীয় হামলা চালানো হয়।

মাত্র এক সপ্তাহ আগেই ইরাকের নিরাপত্তা বাহিনী আইএসের হাত থেকে ফাল্লুজা শহর দখলে নিয়েছে। ওই শহরকে ব্যবহার করেই বার বার বাগদাদে হামলা চালিয়েছে জঙ্গিরা।

শনিবার কাররাদায় গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলসহ উত্তরাঞ্চলীয় এবং পশ্চিমাঞ্চলীয় বেশ কিছু এলাকা দখল করে রেখেছে আইএস।

টিটিএন/পিআর

আরও পড়ুন