গুলশানের ঘটনায় মালয়েশিয়ার নিন্দা ও দুঃখ প্রকাশ
গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহতের ঘটনায় নিন্দা ও দুঃখ প্রকাশ করেছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক টুইটার বার্তায় এ নিন্দা ও দুঃখ প্রকাশ করেন।
তিনি জানান, সন্ত্রাসবাদ আরো একবার মানুষের হৃদয়ে ভয়ের আঘাত হানলো। এবার টার্গেট ঢাকা।
তিনি আরো বলেন, পৃথিবীর সবাইকে একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হতে হবে। মুসলিম হিসেবে আমরা সবাই সন্ত্রাসবাদে যুক্ত মানুষদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করছি। সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। নেই কোনো জাতি।
সন্ত্রাসীরা কখনোই মুসলিম নয় এবং মুসলিম বিশ্বে তাদের কোনো স্থান নেই। এ সময় বাংলাদেশি মানুষের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি জানান মালয়েশীয় প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ‘আল্লাহু আকবর’ বলে একদল অস্ত্রধারী গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে ২০ জন বিদেশিকে হত্যা করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য ও ছয় হামলাকারীর সবাই নিহত হয়।
বিএ/আরআইপি