ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কের বিমানবন্দরে হামলার ঘটনায় আটক ১১

প্রকাশিত: ১১:০৪ এএম, ০১ জুলাই ২০১৬

তুরস্কের ইস্তাম্বুল শহরের আতাতুর্ক বিমানবন্দরে হামলার ঘটনায় সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়েছে। ওই ১১ জনই বিদেশি নাগরিক। আটক ব্যক্তিরা ইসলামিক স্টেটের (আইএস) সদস্য এবং তারা ওই বিমানবন্দরে হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার ওই হামলা চালানো হয়। শুক্রবার স্থানীয় হাবেরতুর্ক ওয়েবসাইটের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরের ওই হামলার ঘটনায় ৪৪ জন নিহত হয়। শুক্রবার সকালে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। মঙ্গলবার ইস্তাম্বুলের প্রধান বিমানবন্দরে আইএসের তিন আত্মঘাতী ওই ভয়াবহ হামলা চালায়। ওই হামলাকে তুরস্কের সম্প্রতি হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার তুরস্কের এক কর্মকর্তা জানান, সন্দেহভাজন হামলাকারীরা রাশিয়া, উজবেকিস্তান এবং কিরগিজের নাগরিক। এর আগে বুধবার বিমানবন্দরে হামলার সঙ্গে জড়িত সন্দেহে চার তুর্কি নাগরিককে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

টিটিএন/এমএস

আরও পড়ুন