ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তাইওয়ানের ভুল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০১ জুলাই ২০১৬

ভুলবশত তাইওয়ানের দ্রুতগামী ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। নৌবাহিনীর ঘাঁটি থেকে ওই হামলা চালানো হয়। খবর বিবিসির।

তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ) জানিয়েছে, যেখানে সিয়াং ফেং-৩ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেখানে একটি পেট্রোল বোটে করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কর্মকর্তারা।

চীনের পেংঘু দ্বীপের একটি মাছ ধরার নৌকায় আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছে, হামলায় নৌকার ক্যাপ্টেইন নিহত হয়েছে। তিনি তাইওয়ানের নাগরিক।

চীনের কমিউনিস্ট পার্টির ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে ওই দুর্ঘটনা ঘটল।

ওই দুর্ঘটনার জন্য বেইজিংয়ের সঙ্গে তাইওয়ানের সম্পর্কে প্রভাব পড়বে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে চীনের নৌবাহিনীর উপপ্রধান জানান, এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রলণালয়কে জানিয়েছে নৌবাহিনী।

তিনি জানান, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং খুব সতর্কতার সঙ্গেই এ বিষয়টির সমাধান করা হবে। তবে বেইজিংকে সরাসরি এ বিষয়ে জানানো হয়েছে কিনা তা পরিস্কার নয়।

টিটিএন/এমএস

আরও পড়ুন