ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আলেপ্পো শহরে সংঘর্ষে নিহত ৭০

প্রকাশিত: ০৯:০৮ এএম, ০১ জুলাই ২০১৬

সিরিয়ার আলেপ্পো শহরে সরকার বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় শহরে দু’পক্ষের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল আরাবিয়া নিউজ।

সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা বৃহস্পতিবার ওই হতাহতের তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ওই সংঘর্ষে সরকার বাহিনীর ৩০ সদস্য এবং ৩৯ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। আল মালেহ এলাকায় বুধবার বিকেলে ওই হামলা চালানো হয়।

মানবাধিকার সংস্থার প্রধান রামি আবদেল রাহমান জানান, সিরিয়ায় আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্টের যোদ্ধারাও ওই সংঘর্ষে নিহত হয়েছে। দু’বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সেনা বাহিনী আল মালেহ দখলের চেষ্টা করে যাচ্ছে।

কয়েক মাস ধরে আলেপ্পো শহর দখলের জন্য চারপাশ ঘিরে ফেলেছে আসাদ বাহিনী।

সরকার বাহিনীকে লক্ষ্য করে দু’টি গাড়িবোমা হামলা চালিয়েছে ব্রিদ্রোহীরা।

আলেপ্পো শহরে সরকার বাহিনীর বোমা হামলায় দুই শিশুও নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

গত পাঁচ বছরে সিরিয়ায় সংঘর্ষের ঘটনায় ২ লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছে।

টিটিএন/পিআর

আরও পড়ুন