মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করলেন হিন্দু নারী
ধর্মের নামে সংঘাত ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প বিশ্বের বিভিন্ন অংশে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটাচ্ছে। প্রতিবেশি দেশ ভারতেও সাম্প্রদায়িকতার বিষবাষ্পে যখন পুড়ছে সেদেশে বসবাসকারী সংখ্যালঘুরা ঠিক সেই সময়ই হায়দারাবাদের আত্তাপুরের এক হিন্দু নারী যেন সাম্প্রদায়িকতার গালে চড় বসিয়ে দিলেন।
আত্তাপুরের রাণী থোটা নামের এক হিন্দু নারী মসজিদ নির্মাণের জন্য ১৫ হাজার রুপি দান করে অনন্য নজির স্থাপন করেছেন। শুধু তাই নয়, হুসাইনি আলম নামের নির্মাণাধীন মসজিদের জন্য পরিবারের অন্য সদস্য বন্ধুদের কাছ থেকে ৩৬ হাজার রুপি সংগ্রহ করেছেন।
হায়দারাবাদের প্রখ্যাত সমাজকর্মী মোহাম্মদ ইমাম তাহসিন জানান, ওই মসজিদের নির্মাণের জন্য ৩৭ লাখ রুপি দিয়ে একখণ্ড জমি কেনা হয়েছে। এর মধ্যে ৫ লাখ রুপি পরিশোধ করা হলেও এখনো বাকি রয়ে ৩৩ লাখ রুপি। নির্মাণকাজ এক বছর ধরে অব্যাহত রয়েছে।
সূত্র : সিয়াসাত।
এসআইএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা