সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছের একটি শহরের রাস্তায় বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ বলছে, রাজধানী মোগাদিসু থেকে ২০ কিলোমিটার পশ্চিমের লাফোলে এলাকায় বৃহস্পতিবার ওই বিস্ফোরণ ঘটেছে। একটি যাত্রীবাহী মিনিবাস ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা আবিদকাদির মোহাম্মদ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, বোমা বিস্ফোরণে মিনিবাসে ১৮ যাত্রী নিহত হয়েছে এবং আগুনে পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
মোগাদিসুর একটি হোটেলে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় ১৫ জন নিহত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে এ হামলা হয়েছে। দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে আল শাবাব।
এসআইএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা