ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

উত্তরখন্ডে ৭২ ঘণ্টার আবহাওয়া সতর্কতা জারি

প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৯ জুন ২০১৬

ভারতের উত্তরখন্ড প্রদেশে বৃহস্পতিবার থেকে ৭২ ঘণ্টার আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। গত সপ্তাহে প্রদেশের ১৩টি জেলার মধ্যে সাতটি জেলাতেই প্রচুর বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের পরপরই ওই সতর্কতা জারি করা হয়। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।

বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ছাড়াও আরো কিছু দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সরকার বলছে, তারা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলা করতেও প্রস্তুত রয়েছে।

৩০ জুন সকাল থেকেই ৭২ ঘণ্টার ওই আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। মেট ডিপার্টমেন্টের পরিচালক বিক্রম বকশি জানান, যারা চারধাম ইয়াতরা, মানসারোভার ইয়াতরা পাহাড়ি এলাকায় এবং নদীর কাছাকাছি এলাকায় এসময় অবস্থান করছেন তাদের জন্য সতর্কতা বাধ্যতামূলক।

এই বৈরি আবহাওয়ায় পাহাড়ে এবং নদীতে ভ্রমণ বাতিল করতে বলা হয়েছে। যেসব এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে সেখানে কাজ করছেন উদ্ধারকর্মীরা।  

এর আগে ২০১৩ সালে উত্তরখন্ডের বন্যা এবং কেদারনাথ দুর্ঘটনায় ৫ হাজারের মত মানুষের মৃত্যু হয়।

টিটিএন/এবিএস

আরও পড়ুন