ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কের বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬

প্রকাশিত: ০৩:২৪ এএম, ২৯ জুন ২০১৬

তুরস্কের ইস্তাম্বুল শহরের আতাতুর্ক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বিমানবন্দরের সকল ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। খবর বিবিসির।

স্থানীয় কর্মকর্তারা জানান, তিন হামলাকারী টার্মিনালের কাছের একটি প্রবেশ পথে অতর্কিত গুলি ছুড়তে থাকে। পরে পুলিশ ওই হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা নিজেদের সঙ্গে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়।

প্রধানমন্ত্রী বিনালি ইয়িলদিরিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেটের জঙ্গিরা ওই হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান এরপর বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

বিমানবন্দরটিকে অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। কেননা সেখানে যাত্রীদের প্রবেশ পথে লাগেজ স্ক্যান করা হলেও টার্মিনালে আসা গাড়ির জন্য কোন স্ক্যানার নেই।

তুরস্কে এ পর্যন্ত বহু হামলার ঘটনা ঘটেছে। এর আগেও ইসলামিক স্টেটের জঙ্গিরা বেশ কিছু আত্মঘাতী হামলা চালিয়েছে।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তীর আইএস এবং কুর্দি জঙ্গি গোষ্ঠী পিকেকের দিকেই রয়েছে।

গত বছর কুর্দি জঙ্গিদের সাথে তুরস্কের সরকারের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পিকেকেও বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

টিটিএন/এবিএস

আরও পড়ুন