আরব আমিরাতে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম
সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম বাড়ছে। আগামী ১ জুলাই থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে বলে দেশটির সরকার ঘোষণা দিয়েছে।
প্রতি লিটার ডিজেল আগে ১.৮৫ দিরহামে বিক্রি হলেও ১ জুলাই থেকে নতুন দামে লিটারপ্রতি ৪ দশমিক ৫ শতাংশ বেশি অর্থ গুণতে হবে।
জ্বালানি মন্ত্রণালয়ের সহকারী সচিবের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের কমিটি বলছে, নতুন দামে পেট্রলের মূল্য ১.১৯ শতাংশ বৃদ্ধি পাবে।
একই সঙ্গে দেশটির সবচেয়ে কম মূল্যের গ্যাসোলাইনের (৯৮ অকটেন) লিটার ১. ৮৮ দিরহাম নির্ধারণ করা হয়েছে। চলতি মাসে দুবাইয়ের এই জ্বালানির মূল্য ছিল লিটারপ্রতি ১.৮৬ দিরহাম। নতুন দরে এই গ্রেডের পেট্রল প্রতি লিটারের দাম ১.৬০ দিরহাম নির্ধারণ করা হয়েছে, যা আগে ১.৪৪ দিরহামে পাওয়া যেত।
এছাড়া গ্যাসোলাইনের (৯৫ অকটেন) মূল্য সামান্য পরিমাণে বাড়ানো হয়েছে। পেট্রল ই-প্লাস গ্যাসোলাইনের (৯১ অকটেন) মূল্য গত মে মাসে ১১ দশমিক ১১ শতাংশ বাড়ানো হয়। সর্বশেষ নতুন দরে এই গ্রেডের পেট্রল প্রতি লিটারের দাম ১.৮৫ দিরহাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মে মাসে দেশটিতে জ্বালানি তেলের খুচরা মূল্য বাড়ানো হয়। দেশটির জ্বালানি মন্ত্রণালয় এপ্রিলেও জ্বালানি তেলের দাম ১০ শতাংশ বৃদ্ধি করেছিল। সূত্র : দ্য খালিজ টাইমস।
এসআইএস/এমএস