ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রিটেনের সিদ্ধান্তের প্রশংসায় ট্রাম্প

প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৪ জুন ২০১৬

ইইউ ত্যাগ করায় ব্রিটেনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ব্রেক্সিটের ভোটকে ‘ফ্যান্টাস্টিক’ বলে উল্লেখ করেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প বলেছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ায় ব্রিটেন তাদের নিজেদের দেশের পরিচালনার স্বাধীনতা আবারো নতুন করে অর্জন করেছে।

তিনি আরো বলেন, তারা নিজেদের দেশের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে এটাই সবচেয়ে বড় ব্যাপার। তবে বিশ্ব জুড়ে সবাই খুব আক্রোশে আছেন। সবাই সীমান্ত এবং বিভিন্ন দেশকে লুট করার চিন্তায় আছে।

আর এ ক্ষেত্রে নিজেদের শক্ত অবস্থান তৈরির বিকল্প নেই। ব্রিটেন খুব ভালো সিদ্ধান্ত নিতে পেরেছে। এজন্য জনগণকে সাধুবাদ জানিয়েছেন ট্রাম্প। যারা ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছেন তাদের ব্রিটেনের প্রকৃত নাগরিক বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

টিটিএন/এমএস

আরও পড়ুন