ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চলন্ত বিমানে যাত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২১ জুন ২০১৬

আরব আমিরাতের ইমিরেটস বিমানের একটি ফ্লাইটে এক বয়স্ক যাত্রীর মৃত্যু হয়েছে। বিমানটি দুবাই থেকে ম্যানচেষ্টারের উদ্দেশ্যে যাত্রা করেছিল। খবর খালিজ টাইমসের।

বিমান থেকে ওই ব্যক্তির মৃতদেহ বাইরে আনার আগেই সব যাত্রীকে বের করা আনা হয়।

ইমিরেটসের তরফ থেকে এক বিবৃতিতে মৃত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিমানের বোর্ডে যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইমিরেটসের ইকে-২১ যাত্রীবাহী বিমানে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে বিমানটি অবতরণের পর পরই  চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সকাল ৮টার দিকে ম্যানচেষ্টার পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে বলে খবরে বলা হয়েছে।

বিমানের ভেতর সন্দেহজনক কোনো কিছু পায়নি পুলিশ। তবে প্রাথমিকভাবে এখনও ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

টিটিএন/এবিএস

আরও পড়ুন