যুক্তরাষ্ট্রে তাপদাহে ৪ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে দাবানলের কারণে সৃষ্ট প্রচন্ড তাপদাহে জার্মান নাগরিকসহ চারজনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের কারণে সৃষ্ট প্রচন্ড তাপদাহে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।
আরিজোনায় তাপদাহের কারণে তাপমাত্রা রেকর্ড অতিক্রম করেছে।
ফোয়েনিক্স শহরের দমকল বিভাগের মুখপাত্র লেরি সুবারভি বলেন, ২৮ বছর বয়সী এক নারীও মারা গেছেন। তিনি পাহাড়ী বাইকের আরোহী ছিলেন।
বাকি যে তিন জন তাপদাহে মারা গেছেন এরা তাকসন এলাকার বাসিন্দা। এদের মধ্যে ৫৭ বছর বয়সী এক জার্মান নাগরিক ছিলেন।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতি বছরই এই এলাকায় প্রচন্ড গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু এ বছরের তাপদাহ অন্যান্য সময়ের তাপদাহের মাত্রাকেও অতিক্রম করেছে। ১৯৯০ সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১শ ২২ ডিগ্রী।
রোববারের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১শ ২০ ডিগ্রী। তবে মঙ্লবার থেকে তাপমাত্রা স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।
টিটিএন/এবিএস