ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সপ্তাহজুড়ে আকাশে থাকবে ‘স্ট্রবেরি মুন’

প্রকাশিত: ০৫:০৭ এএম, ২১ জুন ২০১৬

৪৯ বছর পর আবার আকাশ সাজবে স্ট্রবেরি মুনে। আজ থেকে শুরু করে গোটা সপ্তাহেটেই আকাশে দেখা যাবে এই চাঁদ।

জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় একে  বলা হয় ‘সলস্টাইস’। আলগন্গুইন উপজাতিদের ধারণা জুনের পূর্ণিমা থেকে স্ট্রবেরি ফল পাকতে শুরু করে। মূলত এখান থেকেই স্ট্রবেরি মুন নামটি এলেও এর আরো তিনটি নাম রয়েছে। এগুলা হলো- রোজ মুন, হট মুন বা হানিমুন।

স্ট্রবেরি মুনের ৫টি তথ্য
• ২০৬২ সাল পর্যন্ত এই চাঁদ আর দেখা যাবে না।
• সম্পূর্ণ আলো হয়ে যাওয়ার পরও এই চাঁদ দেখা যায়।
• আলগন্গুইন উপজাতিদের থেকে নামটি এসেছে।
• স্ট্রবেরি মুন নিয়ে নান কল্প-কাহিনী প্রচলিত রয়েছে।
• স্ট্রবেরি মুনকে দেখতে অনেকটা সূর্যের মতো মনে হয়।

এনএফ/পিআর