ট্রাম্পকে হত্যা চেষ্টায় যুবক গ্রেফতার
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করায় এক বিট্রিশ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। খবর বিবিসির।
শনিবার লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের এক র্যালিতে এক ব্রিটিশ নাগরিক পুলিশ কর্মকর্তার বন্দুক নেয়ার চেষ্টা করেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যা করতে চেয়েছিলেন।
আদালতের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করেছিলেন।
নেভাদায় জজের সামনে উপস্থাপন করা হলে আত্মপক্ষ সমর্থনের কোনো চেষ্টাই করেন নি মাইকেল স্টিভেন স্যান্ডফোর্ড (২০) নামের ওই ব্যক্তি। জুলাইর ৫ তারিখে শুনানির জন্য ওই ব্যক্তিকে হাজির করা হবে।
তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। মাইকেল পুলিশকে জানিয়েছিলেন, তিনি ট্রাম্পের অটোগ্রাফ নেবেন। এটা বলে তিনি র্যালির সামনে গিয়ে পুলিশের বন্দুক হাতিয়ে নেয়ার চেষ্টা করেন।
আদালতের এক বিবৃতিতে জানানো হয়েছে, মাইকেল এক বছর ধরে ট্রাম্পকে গুলি করে হত্যার পরিকল্পনা করছিলেন। কিন্তু আগে তিনি ট্রাম্পের ওপর কোনো হামলার চালানোর চেষ্টা করেননি। তবে এখন তিনি নিজেকে যথেষ্ট উপযুক্ত মনে করেন। এ কারণেই তিনি শনিবার ট্রাম্পের র্যালিতে উপস্থিত হয়ে তাকে গুলি করে হত্যার চেষ্টা করেন।
টিটিএন/পিআর