ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পিয়ংইয়ংয়ের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০২:৩০ এএম, ০৩ জানুয়ারি ২০১৫

উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সনি পিকচার্স-এ সাইবার হামলার জের ধরে শুক্রবার এক নির্বাহী আদেশে পিয়ংইয়ংয়ের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উত্তর কোরিয়ার তিনটি প্রতিরক্ষা কোম্পানিসহ সরকারের দশজন ব্যক্তির উপরে এই নিষেধাজ্ঞা এসেছে। নিষেধাজ্ঞার জবাবে উত্তর কোরিয়ার এখনো কোনও প্রতিক্রিয়া জানা যায় নি।

তবে, সনি পিকচার্স-এ হামলার অভিযোগ তারা শুরু থেকেই নাকচ করে এসেছে পিয়ংইয়ং। নিষেধাজ্ঞা জারির পর হোয়াইট হাউজ জানিয়েছে, উত্তর কোরিয়ার উস্কানিমূলক ও দমনমূলক আচরণের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন-কে গুপ্ত হত্যার পরিকল্পনা নিয়ে দি ইন্টারভিউ নামে একটি কমেডি সিনেমা বানায় সনি পিকচার্স। এই সিনেমা মুক্তির তারিখ ঘোষণার ক’দিন পরই সাইবার হামলা হয় সনি পিকচার্স-এ। হামলার জন্য উত্তর কোরিয়াকে দোষারোপ করে যুক্তরাষ্ট্র এবং এর যথোপযুক্ত জবাব দেয়ারও ঘোষণা দেন বারাক ওবামা।