জাপানে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভ
জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতির প্রতিবাদে দ্বীপটিতে বিক্ষোভ শুরু করেছে হাজার হাজার মানুষ। খবর বিবিসির।
সাবেক এক মার্কিন নৌবাহিনীর সদস্যর হাতে ২০ বছর বয়সী এক তরুণীর ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুদ্ধ হয়েই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
সাবেক ঐ সেনা দ্বীপটিতে বেসামরিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাকে কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছে।
ঐ ঘটনার পরে মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে দীর্ঘদিনের বিরোধিতা আরো জোরালো হয়েছে। বিক্ষোভকারীরা মার্কিন সামরিক সদস্যদের দ্বীপটি থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।
ওকিনাওয়া দ্বীপে প্রায় ২৬ হাজার মার্কিন সেনা সদস্য অবস্থান করছে। পুরো দ্বীপের প্রায় এক পঞ্চমাংশ জায়গাজুড়ে মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে। ওই ঘাঁটি জাপান-মার্কিন সামরিক জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বিক্ষোভকারীরা প্রাদেশিক রাজধানী নাহায় অবস্থান করবে। তারা টোকিওর সংসদ ভবনের বাইরেও একটি প্রতিবাদে অংশ নেবে বলে জানা গেছে।
নাহার সমাবেশে ওকিনাওয়ার গভর্নর তাকেশি ওনাগার যোগ দেয়ার কথা রয়েছে বলে খবরে বলা হয়েছে।
টিটিএন/আরআইপি