ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করেছে ব্রাজিল

প্রকাশিত: ১০:১০ এএম, ১৮ জুন ২০১৬

অলিম্পিক শুরু হওয়ার আর মাত্র ৫০ দিনেরও কম সময় বাকি। ঠিক এসময়ই অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করেছে ব্রাজিলের রিও দে জেনেইরো রাজ্য। ওই স্থানেই অলিম্পিক শুরু হওয়ার কথা। খবর বিবিসির।

রিও রাজ্যের অন্তবর্তীকালীন গভর্নর ফ্রান্সিসকো ডোরনেলেস বলেছেন, গুরুতর অর্থনৈতিক সংকটের কারণে এই অলিম্পিক আসরকে যথাযথ সম্মান জানানোর যে অঙ্গীকার রাজ্যটি করেছিল তা থেকে তাদের বিরত থাকতে হতে পারে।

এবারের অলিম্পিক আসরে গণসেবা খাতের অধিকাংশ তহবিলের যোগান দেয়ার কথা রিওর নগর সরকারের। আর পরিবহন ও পুলিশি সেবা দেয়ার কথা রাজ্য সরকারের।

এর আগে ব্রাজিলের অন্তবর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট মিশেল তেমের উল্লেখযোগ্য আর্থিক সহায়তার অঙ্গীকার করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে অর্থ সংকটে পড়তে হয়েছে দেশটিকে।

টিটিএন/এবিএস