ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এয়ারএশিয়া : পানির নিচে তল্লাসী অভিযান

প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০২ জানুয়ারি ২০১৫

এয়ারএশিয়ার বিধ্বস্ত ফ্লাইটের ধ্বংসাবশেষ উদ্ধারে এবার পানির নিচে তল্লাসী  অভিযান শুরু হয়েছে। এদিকে শুক্রবার পর্যন্ত ফ্লাইটের ১৬২ আরোহীর মধ্যে মোট ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিবিস ও এনটিভি জানিয়েছে, বিশেষজ্ঞ অনুসন্ধানকারী দল অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে জাভা সাগরের গভীরে উড়োজাহাজটির অনুসন্ধান শুরু করেছে। এছাড়া বিধ্বস্ত হওয়ার কারণ জানতে ফ্লাইটের ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ করছে একটি ফরাসি তদন্ত দল। এ কাজে সংবেদনশীল শব্দ শনাক্তকরণ ডিভাইস ব্যবহার করছে তারা।
 
অনুসন্ধানকারীদের ধারণা, অধিকাংশ মরদেহ সাগরের তলদেশে থাকা ধ্বংসাবশেষের মধ্যেই রয়ে গেছে। যদিও এখনো সাগরের নিচে ধ্বংসাবশেষের অবস্থান চিহ্নিত করা যায়নি।

এভিয়েশন ম্যাগাজিন অ্যানকাসার জ্যেষ্ঠ সম্পাদক দুদি সুদিবো বলেন,  ফ্লাইটটি মাটি, সাগর বা পাহাড়ে বিপজ্জনকভাবে অবতরণ করলে জরুরি অবস্থান নির্ণয় ট্রান্সমিটার (ইএলটি) সংকেত পাঠাতো। কিন্তু বিশ্লেষণে দেখা দেখে, অবতরণকালে ক্ষতিকর তেমন কোনো প্রভাব না পড়ায় এটি কোনো কাজ করেনি।
 
ফ্লাইট বিশেষজ্ঞরা বলছেন, অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন ইরিয়ান্ত ফ্লাইটটিকে অক্ষত অবস্থায় সাগরে অবতরণ করাতে পারলেও, উচ্চ স্রোতের কারণে সেটি পানিতে তলিয়ে যায়।
 
তদন্তকারীরা ভাবছেন, খারাপ আবহাওয়া এড়াতে এয়ারএশিয়ার উড়োজাহাজটি সহনীয় মাত্রার চেয়ে বেশি ওপরে উঠে যাওয়ায় নিচে পড়ে গিয়ে থাকতে পারে।
 
উল্লেখ্য, ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে ১৬২ জন আরোহী নিয়ে সিঙ্গাপুর যাওয়ার সময় এয়ারএশিয়ার কিউজেড ৮৫০১ ফ্লাইটটি নিখোঁজ হয়। দু`দিন পর জাভা সাগরে ফ্লাইটটির ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়।