ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রিটিশ নারী এমপিকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১৬ জুন ২০১৬

ব্রিটেনের লেবার পার্টির নারী সংসদ সদস্য জো কক্সকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার উত্তর ইংল্যান্ডে তার নির্বাচনী এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইব্রেরির বাইরে জো কক্স তার নির্বাচনী এলাকার মানুষদের সঙ্গে কথা বলছিলেন, সেখানে বিবাদে জড়িয়ে পড়া দুই ব্যক্তির ঝগড়া থামাতে যান কক্স। এসময় ওই ব্যক্তি গুলি ছোঁড়ে তাকে।

জো কক্স ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে আততায়ী তাকে ছুরিকাঘাত করে। অন্য প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলেন জো কক্সকে লক্ষ্য করেই আততায়ী গুলি চালায়।

জো কক্স গতবছর এমপি নির্বাচিত হন। তিনি বেশ কিছু দাতব্য সংস্থার জন্য কাজ করতেন। ৪১ বছরের এই সংসদ সদস্য বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে।

বিএ

আরও পড়ুন