উড্ডয়নের অনুমতি পেলো চীনা যাত্রীবাহী বিমান
আকাশে ওড়ার অনুমতি পেলো চীনে তৈরি স্বপ্ন পাল্লার যাত্রীবাহী বিমান `এ আর জে টু ওয়ান`। শুক্রবার চীনা সংবাদ সংস্থা শিনহুয়া এ তথ্য জানায়।
সংস্থাটি জানায়, মঙ্গলবার দেশটির সিভিল এভিয়েশন প্রশাসন এ অনুমোদন দেয়। কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না-কোমাকের ডিজাইনে নির্মিত ৭৮ থেকে ৯০ টি আসনের এ বিমান ভ্রমণের জন্য পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী মা কাই।
চীনের যাত্রীবাহী বিমান নির্মাণ এবং এভিয়েশন খাতে এ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এরইমধ্যে ২`শ ৭৮ টি `এ আর জে টু ওয়ান` বিমানের অর্ডার পেয়েছে কোমাক। কিন্তু বিমানটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে বিক্রি এবং চলাচলের জন্য মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসনের অনুমোদন জরুরি।
এদিকে, বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর আগে বিমানটির ডিজাইনে আরো কিছু পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে কোমাক কর্তৃপক্ষ। এছাড়া, বোয়িং-সেভেন থ্রি সেভেন এবং এয়ারবাস-এ থ্রি টু জিরো`র বিকল্প হিসেবে মধ্যম পাল্লার এবং আরো বড় আকারের বিমান নির্মাণের উদ্যোগ নিয়েছে কোমাক। যা দেশটিতে বোয়িং এবং এয়ারবাসের বিমানের চাহিদা কমিয়ে আনবে বলে মনে করছেন বিমান চলাচল বিশেষজ্ঞরা।